কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর, অপেক্ষায় ব্রাজিল

আইকোনিক ফোকাস ডেস্কঃ চলতি কোপা আমেরিকায় গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। শেষ আটে ইকুয়েডরের বিপক্ষে লড়াইয়ে করবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এখনও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। বুধবার (৩ জুলাই) নকআউট পর্ব নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দরিভাল জুনিয়রের শিষ্যরা।

কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে শেষ আটে গেলে প্রতিপক্ষ হিসেবে উরুগুয়েকে পাবে ব্রাজিল। আর কলম্বিয়াকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলে তাদের প্রতিপক্ষ হবে সি-গ্রুপের দ্বিতীয় দল যুক্তরাষ্ট্র অথবা পানামা।

কোনোভাবে যদি কলম্বিয়ার কাছে ব্রাজিল হেরে যায় সেক্ষেত্রেও কোয়ার্টারের স্বপ্ন টিকে থাকবে সেলেসাওদের সামনে। তাদের তাকিয়ে থাকতে হবে কোস্টারিকা ও প্যারাগুয়ে ম্যাচের দিকে।

সেই ম্যাচে কোস্টারিকা যদি কমপক্ষে ৪-০ গোলে প্যারাগুয়েকে পরাজিত করে তাহলে পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে চলে যাবে কোস্টারিকা। আর কপাল পুড়বে ব্রাজিলের।

Leave a Reply

Translate »