আইকোনিক ফোকাস ডেস্কঃ দুর্বল কোস্টারিকার বিপক্ষে গোলশূণ্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে ভিনি-পাকেতারা। জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস। এই জয়ে কোয়াটার ফাইনালে দৌঁড়ে টিকে রইল তারা।
শনিবার (২৯ জুন) অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ব্রাজিল। ম্যাচের ২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট গোলবারের বাইরে দিয়ে মারেন লুকাস পাকেতা। ৩০ তম মিনিটে পেনাল্টি মিস করেন লুকাস পাকেতা। হতাশা বাড়ে ব্রাজিলের।
তবে সেলেসাওদের হয়ে ৩৫ মিনেটে গোল করে হতাশায় বেশিক্ষণ পুড়তে দেননি ভিনিসিয়ুস। পাকেতার বাড়ানো বলে প্যারাগুয়ের ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস। এর ৮ মিনিট পর ব্যবধান বাড়ান স্যাভিও। প্রথমার্ধের ইনজুরি সময়ে আরও একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
এতে প্রথমার্থেই ৩-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। । একটি গোল করেছেন স্যাভিও। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ৪৮ মিনিটে এক গোল শোধ করে তারা।
ওমর আলদারেদ বাঁপায়ের দূরপাল্লার শটে ব্রাজিলের জাল কাঁপান (৩-১)। দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল হজম করলেও ৬৩ মিনিটে দ্বিতীয়বারের মতো গোল এরিয়ায় হ্যান্ডবল করে প্যারাগুয়ে। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান লুকাস পাকেতা।
৮১ মিনিটে লালকার্ড দেখেন প্যারাগুয়ের আন্দ্রিস কোবাস। এতে ১০ জনের দলে পরিণত হয় তারা। দশ জনের দল নিয়ে আরও একবার ব্রাজিলের জালে বল পাঠাতে সক্ষম হয় প্যারাগুয়ে। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।শেষ পর্যন্ত প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়েই চলতি কোপা আমেরিকায় প্রথম জয় পেল ব্রাজিল।