আরও উন্নতির জায়গা দেখছেন ব্রাজিলের এই কোচ

আইকোনিক ফোকাস ডেস্কঃ কোপা আমেরিকায় শুরুটা নিজেদের মতোই করেছে উরুগুয়ে। ফ্লোরিডার মায়ামিতে পানামাকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। জয় দিয়ে শুরু করলেও শিষ্যদের খেলায় মন ভরেনি উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসার। আরও উন্নতির জায়গা দেখছেন অভিজ্ঞ এই কোচ।

গত বছরের মে মাসে উরুগুয়ের দায়িত্ব নেন বিয়েলসা। এরপরই ফুটবলকে বিদায় বলে দেন দলের দুই অভিজ্ঞ এদিসন কাভানি ও দিয়েগো গোডিন। আরেক অভিজ্ঞ লুইস সুয়ারেস দলে থাকলেও বয়স বাড়ায় আগের সেই ধার নেই। এরপরও গত কয়েক মাস দুর্দান্ত কেটেছে দলটির।

বিশ্বকাপ বাছাইয়ে তারা হারিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলকে। এরপরই কোপা আমেরিকা ১৬তম শিরোপার স্বপ্নে বিভোর হয় বিয়েলসার দল।

তবে পানামার বিপক্ষে শিষ্যরা প্রত্যাশা মেটাতে পারেনি বলেই দাবি করেছেন বিয়েলসা। শিরোপা জেতার পথে একটি একটি করে ম্যাচ ধরে এগোতে চান তিনি,’যখন উরুগুয়ের প্রত্যাশার কথা চলে আসে তখন আমরা ম্যাচ বাই ম্যাচ এগোব।

আমার প্রত্যাশা প্রতিটি ম্যাচে কিছু না কিছু উন্নতি করা। উরুগুয়ের খুব ভালো মানের কিছু খেলোয়াড় আছে এবং আমাদের দেখতে হবে আমি সেই খেলোয়াড়দের নিয়ে এগোতে পারি কিনা।’

পানামার বিপক্ষে শুরুর ৪৫ মিনিট দুর্দান্ত খেলেছে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে অবশ্য ধারাবাহিকতা রাখতে পারেনি। ক্রমাগত প্রাণ শক্তি হারানোয় সুযোগ পায় পানামা।

কিন্তু দারউন নুনিয়েজের করা ৮৫ মিনিটের গোল স্বস্তি ফেরায় উরুগুয়ে শিবিরে। আরও গোল না করার আক্ষেপ আছে বিয়েলসার,’প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। আমাদের আরও গোল করা দরকার ছিল। দ্বিতীয়ার্ধের শুরুর ১৫ মিনিটে আমরা খুব বাজে খেলেছি। এই সময়ে তারা বলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সুযোগ তৈরি করেছে।’ আগামী বৃহস্পতিবার গ্রুপের পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে উরুগুয়ে।

Leave a Reply

Translate »