কোপা আমেরিকায় সাফল‍্য পেতে যা চান ব্রাজিল কোচ

আইকোনিক ফোকাস ডেস্কঃ ২০২৩ সালে ব্যর্থতার বৃত্তে আটকে ছিল ব্রাজিল। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার টানা চার ম্যাচ জয়ের দেখা পায়নি সেলেসাওরা। তিনটিতেই হেরেছে। সঙ্গে বাড়তে থাকে চোটগ্রস্ত খেলোয়াড়ের সংখ্যা।

তাতে বড় রকমের সংকটই দেখা দেয়। এরপর দরিভাল জুনিয়র দলের দায়িত্ব নিয়ে একঝাঁক তরুণকে সুযোগ দিয়ে ব্রাজিলের গৌরব ফিরিয়ে আনার লড়াইয়ে নামেন। সেই লড়াইয়ের শুরুটা আশাজাগানিয়া হলেও প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হোঁচট খাওয়ায় এই দলকে ঘিরে নতুন করে জাগে শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ এখন দরিভালের দলের সামনে।

আর এই চ্যালেঞ্জ জিততে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধারাবাহিকতা ও ভারসাম‍্য আনা।এ বছরের জানুয়ারিতেই ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন দরিভাল। তাঁর অধীনে চারটি ম্যাচ খেলেছে সেলেসাও। এত অল্প সময়ে মাঠে দলের মধ্যে সমন্বয় পুরোপুরি হয়ে ওঠেনি মানছেন দরিভাল।

আগামীকাল কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপার মিশন শুরু করবে ব্রাজিল। তাঁর আগে সংবাদ সম্মেলনে এই কোচ বলেছেন,’মাত্র তিন মাসে গড়া একটি দল, যেখানে ছেলেরা ১৫ বা ২০ দিন কাজের পর চলে যায়, তাদের মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হবে আমাকে। ফুটবলে অনুশীলন প্রস্তুতি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। আর সে কারণেই আমরা ওদের প্রত্যেককে ধারাবাহিক করার চেষ্টা করি।

ক্যালিফোর্নিয়ায় আগামীকাল (মঙ্গলবার) সকালে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।

একদিন আগেই শুরুর একাদশ জানিয়ে দিয়েছেন দরিভাল,’শুরুর একাদশে এদের মিলিতাও ও গিলের্মো আরানা থাকবে। যদি প্রয়োজন হয়, প্রতি ম‍্যাচে একটি বা দুটি পরিবর্তন আসতে পারে। সব খেলোয়াড়ই তৈরি আছে, ওদের কাউকে নিয়েই আমাদের প্রত্যাশা কম নয়। আমরা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি।

রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া তরুণ এনদ্রিক শুরুর একাদশে থাকছেন না তাও জানিয়েছেন দরিভাল। তাকে নিয়ে আরও ধৈর্য ধরার কথা বলেছেন তিনি,’এটা সহজাত নিয়েই হবে। খুব বেশি দিন দূরে নেই কারণ সে খুব দক্ষ। তাকে মাঠে দেখতে আমিও উন্মুখ কিন্তু কিছু ব্যাপারে ভারসাম্য রাখতে হবে। তার অসাধারণ সব দক্ষতা আছে আর সে দলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন।

Leave a Reply

Translate »