বাংলাদেশ–ভারত ম্যাচ: সাকিবকে তিনে বা চারে দেখতে চান তামিম

আইকোনিক ফোকাস ডেস্কঃ ব্যাটে সে অর্থে রানের দেখা পাচ্ছেন না সাকিব আল হাসান। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের পাঁচ ম্যাচের একটিতে রান দেখা গেছে তাঁর ব্যাটে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচজয়ী সে ফিফটি এক পাশে সরিয়ে রাখলে রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে দেখা গেছে তাঁকে। রানখরা কাটাতে সাকিবকে ব্যাটিং অর্ডারের আরো ওপরে তুলে আনার পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল।

সাকিবের দীর্ঘ সময়ের সতীর্থ তামিম ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনায় জানিয়েছেন, ‘সে (সাকিব) বাংলাদেশের সেরা খেলোয়াড়। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও। বড় খেলোয়াড়কে অবশ্যই বড় ম্যাচে পারফর্ম করতে হবে। সে এটা অতীতে করেছেও।

বাংলাদেশের জন্য সে দারুণ একজন ক্রিকেটার। ব্যাটিংয়ে যদি তার সময়ের প্রয়োজন হয়, তবে তাকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে উঠে আসতে হবে এবং নিজেকে বেশি ওভার খেলার সুযোগ দিতে হবে। এভাবেই সে নিজেকে মেলে ধরতে পারবে। এ মুহূর্তে বাংলাদেশ ব্যাটিংয়ে সংগ্রাম করছে।

তাহলে কেন সাকিবকে তিন বা চার নম্বরে পাঠিয়ে থিতু হওয়ার সময় দেওয়া হবে না? বিশ্বের যেকোনো সেরা বোলিংয়ের বিপক্ষে পাল্টা আক্রমণ করার মতো অভিজ্ঞতা তার আছে।’

বোলিংয়েও সুবিধা করতে পারছেন না সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে এক ওভারও বোলিং করেননি। ধারণা করা হচ্ছে, কৌশলগত কারণে তাঁকে বোলিং করাননি অধিনায়ক নাজমুল হোসেন। তবে তামিম মনে করেন, সাকিবকে পুরো চার ওভারই বোলিং করা উচিত, ‘বাঁহাতি ব্যাট করছে নাকি ডানহাতি ব্যাট করছে সেসব ভুলে তাকে (সাকিব) চার ওভার বল করতে হবে।

হ্যাঁ, দলের ফাস্ট বোলিং বিভাগ ভালো করছে। কিন্তু সাকিব আল হাসান আপনার সেরা বোলার। অনেক বছর ধরে সে তার কাজটা করে আসছে।’

আজ ভারতের ব্যাটারদের বিপক্ষে বোলিংয়ে সাকিব কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তামিম, ‘ভারতীয় দলে কয়েকজন খেলোয়াড় আছে, যারা সাকিবের জন্য দারুণ ম্যাচ-আপ। আপনি রোহিত এবং বিরাটের (কোহলি) কথা ভাবতে পারেন। ভারতের হয়ে এই মুহূর্তে যে রান করছে, সেই সূর্যকুমার যাদবকেও সাকিব শেষ দুবার আউট করেছে। একবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং আরেকবার এশিয়া কাপে। অন্য প্রান্তে তাই পন্ত (রিশাভ) থাকলেও সাকিবের চার ওভার বোলিং করা উচিত, কারণ সে আপনার সেরা বোলার।

Leave a Reply

Translate »