কানাডার বিপক্ষে সহজে জিততে না পারার ব্যাখ্যা দিলেন মেসি !

আইকোনিক ফোকাস ডেস্কঃ কানাডার বিপক্ষে বড় জয়ের আশা করছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা যেখানে শীর্ষে, কানাডার অবস্থান সেখানে ৪৮তম। কিন্তু ম্যাচটা সহজে জিততে পারেনি।

কানাডার বিপক্ষে সহজে জিততে না পারার ব্যাখ্যা দিতে গিয়ে মেসি বলেছেন, ‘আমাদের জন্য আজ জায়গা খুঁজে পাওয়া কঠিন ছিল। বেশির ভাগ দলই আমাদের চেয়ে ভিন্নভাবে খেলে থাকে। বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে ও এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে আমাদের ধৈর্য ধরতে হয়েছে।

(আগামী ম্যাচগুলোতেও) আমাদের ধৈর্য ধরে রেখে খেলা চালিয়ে যেতে হবে এবং সুযোগ এলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে।কানাডার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে সে ধারণা নিয়েই মাঠে নেমেছিলেন আর্জেন্টিনা, ‘আমরা জানতাম কানাডার বিপক্ষে কঠিন এক ম্যাচ হতে চলেছে। ওরা শরীরী ফুটবল খেলবে। প্রথমার্ধে খুব কম জায়গা পেয়েছি।

সৌভাগ্যক্রমে আমরা দ্বিতীয়ার্ধে দ্রুত লক্ষ্য খুঁজে পেয়েছি। তারপরও কাজটা কঠিন ছিল।’আজ কানাডার বিপক্ষে কোপা আমেরিকার ম্যাচে খেলতে নেমে অন্য এক রেকর্ড করেছেন মেসি। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার এখন তিনি। পেছনে ফেলেছেন চিলির প্রয়াত গোলকিপার সার্জিও লিভিংস্টোনকে।

রেকর্ডটা প্রায় তিন বছর ধরে লিভিংস্টোনের সঙ্গে ভাগ করতে হচ্ছিল। ৩৫ ম্যাচ খেলে সবার উপরে এখন মেসি।মেসির নতুন রেকর্ডের দিনে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী বুধবার চিলির বিপক্ষে।

Leave a Reply

Translate »