সুপার এইটে উঠতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

আইকোনিক ফোকাস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটের লড়াইয়ে ছয় দলের জায়গা নিশ্চিত হয়েছে। ফাকা আছে দুটি জায়গা। দৌড়ে আছে চার দল। তবে এরইমাঝে বাদ পড়েছে ১০ দল।

‘বি’গ্রুপ থেকে সুপার এইটের লড়াইয়ে আছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে রয়েছে ইংল্যান্ড। পরের ম্যাচে নামিবিয়ার বিপক্ষ্যে জিতলেই তাদের হবে ৫। তখন নেট রান রেটে এগিয়ে থাকবে ইংলিশরা।

তবে শর্ত হলো পরের ম্যাচে স্কটল্যান্ডকে হারতে হবে অস্ট্রেলিয়ার সাথে। যদি স্কটিশরা জিতে যায় সারপ্রাইজ প্যাকেজ হয়ে গ্রুপের শীর্ষে উঠে যেতে পারে স্কটল্যান্ড। কিন্তু স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচে ফলাফল নিয়ে আছে শঙ্কা। বিশেষ করে অজি পেসার জশ হ্যাজেলউডের মন্তব্যের পরেই তৈরি হয়েছে ম্যাচ গড়াপেটা করার প্রশ্ন।

অন্যদিকে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের জন্য সমীকরণ  সহজ। নেপালের বিপক্ষে জিতে গেলে বা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে সুপার এইটে। পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। তখন মোট পয়েন্ট পাবে ৫। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট (৪) বাংলাদেশের তুলনায় কমই থাকবে।

তবে নিজেদের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে নেট রানরেটের হিসাব সামনে আসবে। এইক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান ৪। তখন বাংলাদেশের রানরেট কম হলেই বাদ যাবে তারা। 

আপাতত তাই সুপার এইটের জন্য লড়ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড এবং বাংলাদেশ। এদের মধ্যে বাংলাদেশ আর নেদারল্যান্ডসের মধ্যে কোয়ালিফাই করা দল যাবে সুপার এইটের ‘প্রথম’ গ্রুপে। যেখানে তাদের সাথে থাকবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাংলাদেশ কোয়ালিফাই এই গ্রুপে পড়বে। 

ইংল্যান্ড ও স্কটল্যান্ড থেকে কোয়ালিফাই করা দল যাবে সুপার এইটের ‘দ্বিতীয়’গ্রুপে। যেখানে আগে থেকেই জায়গা নিশ্চিত করেছে টুর্নামেন্টের দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। 

Leave a Reply

Translate »