কোপা নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন মেসি

আইকোনিক ফোকাস ডেস্কঃ কোপা আমেরিকা শুরুর আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির জোড়া গোল করেছেন। মেসি ছাড়াও গুয়েতেমালার বিপক্ষে জোড়া গোল করেছেন লাউতারো মার্তিনেজ। ম্যাচজুড়েই গুয়েতেমালার বিপক্ষে দাপট দেখিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর তাতে কোপা আমেরিকায় মাঠে নামার অপেক্ষায় থাকা দলগুলোর প্রতি একটা বার্তাও পোঁছে দেওয়া গেছে যে, শিরোপা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসি নিজেও জানিয়েছেন, লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টাই করবেন তাঁরা। আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘এই দল প্রতিটি অনুশীলনে সেই একই রকম আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের উজাড় করে দিচ্ছে।

প্রতিবার মাঠে নামার আগে যা বলি, সেটাই বলব, আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব।

লক্ষ্য অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাব।’তবে কাজটা যে সহজ হবে না সেটাও সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন মেসি। মেসির মতে জিততে ঘাম ঝরাতে হবে তাঁদের, ‘কাজটা সামনে আরও কঠিন হবে। কোনো কিছুই সহজ হবে না।

ম্যাচগুলো প্রতিনিয়ত আরও বেশি কঠিন হবে। জয় পাওয়া জটিল হয়ে উঠবে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব।’দারুণ প্রস্তুতির পর আগামী ২১ জুন সকালে কোপা আমেরিকা অভিযানে মাঠে নামবে আর্জেন্টিনা।

প্রথম ম্যাচের তাদের প্রতিপক্ষ কানাডা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের দুই ম্যাচ যথাক্রমে  ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে।

Leave a Reply

Translate »