মেসির জোড়া গোলে গুয়াতেমালার জালে এক হালি

আইকোনিক ফোকাস ডেস্কঃ আন্তর্জাাতিক প্রীতি ম্যাচে গুয়াতেমালকে হারিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সেরেছে মেসির আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে শনিবার ভোরে গুয়াতেমালার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেন মেসি ও লাউতারো মার্টিনেজ।

ম্যাচের শুরুর একাদশে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

তবে  ছিলেন না ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তাকে মাঠে নামেন তিনি। প্রথমার্ধের ৪ মিনিটে লিসান্দো মার্টিনেজের আত্নঘাতি গোলে লিড পায় গুয়াতেমালা। ১২ মিনিটে মেসি গোল করলে সমতায় ফিরে লিওনেল স্কালোনির শিষ্যরা।

৩৯ তম মিনিটে লাউতারো মার্টিনেজ পেনাল্টি থেকে গোল করলে ২-১ গোলের লিড নিয়ে বিরেতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।বিরতির পর মাঠে আবারো আধিপত্য দেখাতে থাকে মেসিরা। ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ডি মারিয়া, ডি পল ও লিয়াদ্রো পারেদেস।  ৬৬ মিনিটে মেসির পাস থেকে গোল  করে আবার ব্যবধান বাড়ান লাউতারো।

আরও পড়ুনঃ ডি মারিয়ার ১গোলে আর্জেন্টিনার জয়

৭৭ মিনিটে আবারো মেসি ঝলক, ডি মারিয়ার পাস থেকে গোল করে আর্জেন্টাইন জাদুকর। হালি পূর্ণ করেন আলবিসেলেস্তেরা। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।আগামী ২০ জুন কোপা আমেরিকায় কানাডার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

Leave a Reply

Translate »