আইকোনিক ফোকাস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর দুইবার টস জিতেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দুইবারই প্রথমে বোলিং নেয়ার কারণ অবশ্য জানিয়েছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন।
চট্টগ্রামের গরম আর আসন্ন বিশ্বকাপের কন্ডিশন ভাবনায় বাংলাদেশ আগে ফিল্ডিংয়ে নামে বলে জানিয়েছেন রিশাদ। এদিকে বিশ্বকাপে দল চাপের মুখে রান তাড়ায় কেমন করে, সে অভ্যাসই গড়ার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।
রোববার (৫ মে) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিশাদ বলেন টস আসলে ব্যাটিং বোলিং যা পাই কোনো সমস্যা নাই। সাধারণত আমাদের প্ল্যান থাকে বোলিং, যেহেতু অনেক গরম। আমার মনে হয় বিশ্বকাপেও অনেক গরম থাকবে। আমরা চেষ্টা করছি অভ্যস্ত হওয়ার জন্য।
এদিকে যদি আগে ব্যাটিং নিত বাংলাদেশ তবে অনুশীলন বেশি করতে হতো কিনা এমন প্রশ্নের উত্তরে রিশাদ বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না। ক্যাপ্টেন আর কোচের ব্যাপার। আমরা সাধারণত চেষ্টা করি যে রোল থাকে সে রোল প্লে করার। সেটা ব্যাটিং হোক আর বোলিং হোক।
আরও পড়ুনঃবিশ্বকাপ খেলা জন্য বাংলাদেশের প্রস্তুতি কতটুক!
প্রথম ১০ ওভারে জিম্বাবুয়ে তুলেছে মাত্র ৩৮ রান। তবে পরের ১০ ওভারে তারা তুলেছে আরও ১০০ রান। রিশাদ মনে করেন, মাঝের ওভারগুলোতে আরও ভালো করা দরকার দলের।
তিনি বলেন, ‘মাঝের ওভারে দেখবেন ওদের ৪-৫ উইকেট খুব দ্রুত পড়েছে। ওই জায়গায় যদি আমরা আরও ২-১টা উইকেট নিতাম, তাহলে ওদের রান ১৪০–এর জায়গায় ১২০ হতো। এই জায়গাটায় আমাদের আরও ভালো করতে হবে।