আইকোনিক ফোকাস ডেস্কঃ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। নিউইয়র্কে কানাডাকে এদিন হারিয়েছে তারা ৭ উইকেটে। প্রতিপক্ষকে ১০৬ রানে বেঁধে ফেলে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটিং দৃঢ়তায় জয় তুলে নিয়েছে দলটি। যে জয়ে বিশ্বকাপে এখনো টিকে থাকল দলটি।
এ গ্রুপে কানাডাকে রান রেটে পেছনে ফেলে তৃতীয় স্থানে এখন পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচ তাদের আয়ারল্যান্ডের বিপক্ষে। নিউ ইয়র্কের উইকেটে এদিন অ্যারন জনসন ছাড়া কানাডার কোন ব্যাটারই সেভাবে দাঁড়াতে পারেননি পাকিস্তানীদের দারুণ বোলিংয়ের সামনে। জনসন ৪৪ বলে ৫২ রান করেন।
দ্বিতীয় সর্বোচ্চ কলিম সানার ১৩। ১৩ রান অতিরিক্তও দিয়েছে পাকিস্তান। ২ টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমিন ও হারিস রউফ।জবাবে সাইয়ুম আইয়ুবকে শুরুতে হারালেও বাবরের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে তোলেন রিজওয়ান।
যে জুটি পাকিস্তানকে জয়ের পথ দেখায়। বাবর ৩৩ বলে ৩৩ করে ফিরে গেলে ফখর জামানও ইনিংস বড় করতে পারেননি। তবে উসমান খানকে নিয়ে ম্যাচ শেষ করে বেরিয়েছেন রিজওয়ান। ৫৩ বলে ৫৩ করেছেন এই ওপেনার।