বিশ্বকাপ খেলা জন্য বাংলাদেশের প্রস্তুতি কতটুক!

আইকোনিক ফোকাস ডেস্কঃ অন্যন দলগুলো যখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত, তখন জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ। চলমান জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি টাইগারদের। এরইমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

সবাই বোঝেন। তবুও কেন এই না বোঝার ভান? আদর্শ প্রস্তুতি ছাড়া বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করা যে সম্ভব নয়, এটা বারবার কেন ভুলে যাওয়া?

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে সবার পরিকল্পনা একরকম। যেখানে বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। পাকিস্তান দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ৭টি টি-টোয়েন্টি। আইপিএল দিয়ে প্রস্তুতি সারছেন ভারতীয়রা। অন্য দেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররাও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। বাংলাদেশ থেকে এক মুস্তাফিজ ছিলেন সেখানে। কিন্তু তাকেও দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ দল হোম গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি ও দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মেগা ইভেন্টের জন্য এই প্রস্তুতিই সম্বল লাল-সবুজের প্রতিনিধিদের।


সুদিন হারিয়ে বিপর্যস্ত এক দল জিম্বাবুয়ে। ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি তারা। ব্যাটিং-বোলিং কোনো কিছুতেই প্রতিপক্ষের জন্য হুমকি বলা যাবে না তাদের। চট্টগ্রামের ভালো উইকেটেও ২ ম্যাচে যথাক্রমে ১২৪ আর ১৩৮ রান তুলতে সক্ষম হয়েছে জিম্বাবুইয়ানরা। আর সেই দলটার বিপক্ষে পারফর্ম করতে পারলেই যেন বাংলাদেশের স্বস্তি।

আরও পড়ুন:ধোনি ক্রিকেটে বাবার ভূমিকা পালন করছেন : পাথিরানা

এই জায়গা থেকে বের হতে না চাওয়ার পরিণতি কতটা খারাপ, সেটি তো অতীতেও দেখা গেছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে সুবিধামতো স্লো ট্র্যাক বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কথার তুবড়ি ছুটিয়েছিলেন টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে ক্রিকেটাররাও। কিন্তু বিশ্বকাপে গিয়ে রীতিমতো ভরাডুবি হয়েছিল। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও কি অর্জনের খাতায় যোগ হবে ঐ মিথ্যা আত্মবিশ্বাস? প্রশ্নটা থাকবে নীতি নির্ধারকদের জন্য।

Leave a Reply

Translate »