আইকোনিক ফোকাস ডেস্কঃ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অভিযোগের অন্ত নেই। নতুন তৈরি স্টেডিয়ামটিতে প্রথম ম্যাচ থেকে রান করতে হাঁসফাঁস করছেন ব্যাটাররা। ব্যতিক্রম হলো না গতকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচও।বোলাররাই রাজত্ব করলেন ম্যাচজুড়ে।
আর তাতে শেষ হাসি ভারতের। অথচ বোলারদের দাপটে ভারতকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু এই রান তাড়া করতে গিয়েও তালগোল পাকিয়ে শেষ পর্যন্ত ম্যাচটাই হেরে গেছে পাকিস্তান। চতুর্থ ব্যাটার হিসেবে মোহাম্মদ রিজওয়ান যখন আউট হয়ে ফিরছেন, পাকিস্তানের রান তখন ৮০।
শেষ ৩৬ বলে ছয় উইকেটে জয়ের জন্য ৪০ রান দরকার ছিল পাকিস্তানের। আরো তিন উইকেট হারিয়ে ছয় রান দূরে থাকতে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের পক্ষে তিনটি উইকেট নেন জসপ্রিত বুমরাহ। দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়ে কোণঠাসা ছিল পাকিস্তান। চতুর্দিক থেকে স্রোতের মতো ধেয়ে আসছিল সমালোচনা। ভারতের বিপক্ষে ছয় রানের হার নিশ্চিতভাবেই আরো ভারি করবে পাকিস্তানের ড্রেসিংরুম।
ম্যাচটা একচ্ছত্র ফেভারিট হিসেবেই শুরু করেছিল ভারত। বৃষ্টি বাধায় বার কয়েক পেছানোর পর আলোচনার কেন্দ্রে আসতে সময় নেয়নি পাকিস্তান।
ভারতের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন চার পাকিস্তানি পেসার। ২৪ রানে শেষ ছয় উইকেট হারায় ভারত। ১০ উইকেটের ৯টিই নেন চার পেসার। তিনটি করে উইকেট নেন নাসিম শাহ ও হারিস রউফ। মোহাম্মদ আমিরের শিকার দুই উইকেট। একটি উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। নিয়মিত বিরতিতে ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে রিশাভ পন্তের ব্যাট থেকে সর্বোচ্চ ৪২ রান আসে।