আইকোনিক ফোকাস ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবলে তাঁর পথচলা সবে মাত্র শুরু। ব্রাজিলের জার্সিতে যাত্রা মাত্র পাঁচ ম্যাচের। এরই মধ্যে এন্দ্রিক ফিলিপে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছেন ব্রাজিলের ফুটবলে। টানা তিন ম্যাচেই গোল করে আশার আলো হয়ে এসেছেন ১৭ বছরের এই ফরোয়ার্ড।
রবিবার ভোরে মেক্সিকোর বিপক্ষেও জাল খুঁজে পেয়েছেন এন্দ্রিক। এরপরই জানালেন, জিততে চান কোপা আমেরিকার শিরোপা।লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের আসর শুরুর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচ যখন ড্রয়ের পথে এগোচ্ছিল তখনই ম্যাজিক্যাল গোল এনে দেন এন্দ্রিক।
বদলি নেমে যোগ করা সময়ে ভিনিসিয়ুসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে এনে দেন দারুণ জয়। এর আগে টেক্সাসে পঞ্চম মিনিটে আন্দ্রেয়াস পেরেইরা এগিয়ে নেন সেলেসাওদের। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল দুই গোলে এগিয়ে থাকলেও এরপরই দৃশ্যপট পালটে দেয় মেক্সিকো।
হুলিয়ান কিনোনেস ব্যবধান কমানোর পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা টানেন মার্তিনেস আয়ালা। আর ষষ্ঠ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোল করেন এন্দ্রিক।তরুণ এই ফুটলারের চোখ এখন কোপা আমেরিকা জয়ে।
ম্যাচের পর বলেছেন,’জাতীয় দলের হয়ে আরেকটি গোল করতে পেরে সৃষ্টিকর্তার কাছে খুবই কৃতজ্ঞ। পুরো দল ও দরিভালের দুর্দান্ত কাজের জন্য ধন্যবাদ।
আমরা ভালো অনুশীলন করেছি এবং আশা করি, আরও কঠোর পরিশ্রম করতে পারব কারণ আমাদের লক্ষ্য কোপা আমেরিকা জেতা।’আগামী বুধবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নয়বারের চ্যাম্পিয়নরা। চারদিন পর প্যারাগুয়ে এবং ২ জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।