যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

আইকোনিক ফোকাস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছেছে শান্ত-রিয়াদরা। শুক্রবার (১৭ মে) ভোরে টেক্সাসের হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পা রাখে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনই ভালো ফলাফল করতে পারেনি বাংলাদেশ দল। তবে এবারের স্কোয়াডটা বেশ শক্তিশালী। গত মঙ্গলবার (১৪ মে) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সহ-অধিনায়ক করা হয় তাসকিন আহমেদকে।

যুক্তরাষ্ট্রে পা রেখেই সকলে টিম বাসে করে হোটেলে পৌঁছে যায়। দলের সকলকেই উচ্ছ্বাসিত মনে হয়েছে। অনেকেই প্রথমবার যুক্তরাষ্ট্রে পা রেখেছেন। আর এই যুক্তরাষ্ট্রেই আগামী দুই মাসের মতো সময় কাটাবে শান্ত-সাকিবরা।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যা শুরু হবে ২১ মে। এরপর দুইটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে টাইগাররা। শুক্রবার আইসিসি ওয়ার্ম-আপের সূচি প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ বিশ্বকাপে শান্ত-সাকিবদের কাছে যে প্রত্যাশা পাপনের

সূচি অনুযায়ী, ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। এরপর আগামী ১ জুন শেষ ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশ খেলবে আসরের অন্যতম ফেবারিট দল ভারতের বিপক্ষে।

 

Leave a Reply

Translate »