আইকোনিক ফোকাস ডেস্কঃ আরও একটি আইপিএল মৌসুম শুরুর আগে ফের আলোচনায় ভারতের এই সাবেক অধিনায়ক।মহেন্দ্র সিং ধোনির বয়স ৪০ পেরিয়েছে দুই বছর আগেই। ভারতকে সাদা বলে সম্ভাব্য সকল শিরোপা জেতানো ‘ক্যাপ্টেন কুল’ এখনও দিব্যি খেলে যাচ্ছেন আইপিএলে। গত আসরের শুরুতেই অবসরের গুঞ্জন চাউর হয়েছিল। সেই আসরেই ধোনির শেষ দেখে ফেলেছিল অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত চেন্নাইয়কে আইপিএলের পঞ্চম শিরোপা এনে দিয়েছেন ধোনি।
আইপিএলে গত আসর চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন ধোনি। তবে সেই চোট নিয়েই গোটা আসরে খেলা চালিয়ে গেছেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করে অবশ্য আর দেরি করেননি। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে শুয়েছেন অস্ত্রোপচারের টেবিলে। এরপর থেকেই মাঠের বাইরে তিনি।
তবে আইপিএলের আসন্ন মৌসুম শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন ধোনি। তার নেতৃত্বেই এবারও আইপিএলে অংশ নেবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এমনটাই জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী (সিইও) কাশি বিশ্বনাথ।
তিনি বলেন, ‘এখন সে ভালো আছে। তার পুনবার্সন চলছে। জিমে কাজ করছে। সম্ভবত আর দিন দশেকের মধ্যে সে নেট অনুশীলনও শুরু করবে।
আগামী জুলাইয়ে ধোনির বয়স হবে ৪৩। বয়স ও ফিটনেস মাথায় রাখলে বলা যায়, আর খুব বেশিদিন ক্রিকেট মাঠে ধোনিকে দেখার সুযোগ নেই। গত মৌসুম শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন এমনটা ভেবছিলেন অনেকেই, তবে সবাইকে অবাক করে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান ধোনি। চলতি মৌসুমের পর কি ধোনিকে আর দেখা যাবে আইপিএলে? – এমন প্রশ্ন করা হয়েছিল বিশ্বনাথকে।
আরও পড়ুন: ধোনি ক্রিকেটে বাবার ভূমিকা পালন করছেন : পাথিরানা
জবাবে তিনি বলেন, ‘এটা তো আসলে আমার জানা নেই। সে নিজেই আপনাকে সরাসরি উত্তর দেবে। সে কী করবে, তা তো আমাদেরক বলে না।
আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার দলকে চ্যাম্পিয়ন করেছেন ধোনি। চেন্নাইয়ের মতো মুম্বাইও অবশ্য পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে ফাইনাল খেলার হিসেবে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই-ই। এখন পর্যন্ত ১৪ আসরের ১০টিতেই ফাইনাল খেলেছে ধোনির দল। মুম্বাই যেখানে একবার রানার্সআপ হয়েছে, চেন্নাই রানার্সআপ হয়েছে পাঁচবার!