পাকিস্তানের হামলায় তিন ক্রিকেটারের মৃত্যুতে রশিদ-নবীদের ক্ষোভ

আইকোনিক ফোকাস ডেস্কঃ পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গন। দেশটির অধিনায়ক রশিদ খানসহ শীর্ষ ক্রিকেটাররা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং জাতীয় মর্যাদার স্বার্থে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

এই হামলায় পাকতিকা প্রদেশের আরঘুন জেলার শরানা শহরে প্রীতি ম্যাচ খেলতে যাওয়া স্থানীয় তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ ও হারুন নিহত হন।

এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে রশিদ খান ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলাকে ‘অমানবিক ও বর্বরতা’ বলে মন্তব্য করেছেন।

রশিদ লিখেছেন, ‘আফগানিস্তানে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় নারী, শিশু এবং এমন তরুণ ক্রিকেটাররা নিহত হয়েছেন, যারা একদিন নিজেদের দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিল।

তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ অনৈতিক ও বর্বরতা। এই অন্যায় ও অবৈধ কর্মকাণ্ড মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

রশিদ আরো জানান, পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে সরে দাঁড়ানোর এসিবির সিদ্ধান্ত তিনি স্বাগত জানাচ্ছেন, কারণ ‘জাতীয় মর্যাদা’ সব কিছুর ঊর্ধ্বে। ‘নিরীহ প্রাণ হারানোর এই মুহূর্তে আমি এসিবির সিদ্ধান্তকে স্বাগত জানাই। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো থেকে সরে দাঁড়ানো সঠিক সিদ্ধান্ত। আমরা এই কঠিন সময়ে আমাদের জনগণের পাশে আছি, আমাদের জাতীয় মর্যাদা সবার আগে।

Leave a Reply

Translate »