আইকোনিক ফোকাস ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনির রিয়াল বেতিসে স্থায়ী ট্রান্সফার চূড়ান্ত হতে যাচ্ছে। দুই ক্লাবের মধ্যে ২৫ মিলিয়ন ইউরো (২১.৬৫ মিলিয়ন পাউন্ড) মূল্যে সমঝোতা হয়েছে।
শুক্রবার ইউনাইটেড ভেবেছিল বেতিসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে বেতিস জানায়, তারা প্রস্তাব প্রত্যাহার করছে।
মূলত অ্যান্টনি তার ম্যানচেস্টার ইউনাইটেডের বাকি চুক্তির একটি অংশ পরিশোধ চেয়েছিলেন বলে আলোচনা ভেঙে যায়।তবে সপ্তাহান্তে আবারও আলোচনা শুরু হয় এবং ইউনাইটেড সূত্র নিশ্চিত করেছে, সমস্যার সমাধান হয়েছে। এখন অ্যান্টনির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
ইউনাইটেড জানিয়েছে, চূড়ান্ত চুক্তি হবে ২২ মিলিয়ন ইউরো (১৯.০৬ মিলিয়ন পাউন্ড) ফি এবং অতিরিক্ত ৩ মিলিয়ন ইউরো (২.৫৯ মিলিয়ন পাউন্ড) বোনাস ধারা মিলিয়ে।
এতে খেলোয়াড়কে কোনো অর্থ প্রদান করা হবে না, তবে ৫০% নেট সেল-অন ক্লজ রাখা হয়েছে।
অ্যান্টনি ২০২২ সালে আয়াক্স থেকে রেকর্ড ৮১.৩ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। এরপর তিনি প্রিমিয়ার লিগে ৬২ ম্যাচ খেলে ৫ গোল ও ৩টি অ্যাসিস্ট করেন। গত জানুয়ারিতে ধারে বেতিসে যোগ দিয়ে ২৬ ম্যাচে ৯ গোল করে দারুণ পারফরম্যান্স দেখান।
এবার সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে স্থায়ী চুক্তির পথে রয়েছেন তিনি।
বেতিস সূত্রও প্রাথমিক সমঝোতার খবর নিশ্চিত করেছে। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে সোমবারেই। বিবিসি