ইতালিয়ান সুপার কাপ আয়োজন করবে ইতালিয়ান সুপার কাপ!

আইকোনিক ফোকাস ডেস্কঃ সিরি আ এবং কোপা ইতালিয়ার বিজয়ী ও রানার্স আপ দলকে নিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে ইতালির ঘরোয়া বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ইতালিয়ান সুপার কাপ। চলতি বছরের জানুয়ারি তা সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলেছে এসি মিলান। 

তবে বৈশ্বিক দর্শক সংখ্যা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এবার ভারতকে সম্ভাব্য আয়োজক হিসেবে বিবেচনার কথা ভাবছে সিরি আ। এমন কথা জানিয়েছেন, সিরি আ’র বাণিজ্যিক ও বিপণন পরিচালক মিশেল চিচারেসে। 

তিনি বলেন, আমরা নিজেদের আন্তর্জাতিক ট্রফি যেমন সুপার কাপ বিশ্বব্যাপী নিয়ে যেতে চাই সহজ কারণে- বৃহত্তর দর্শকদের আকৃষ্ট করতে এবং সেই সংস্কৃতির সেরা দিক তুলে ধরতে। সে ক্ষেত্র্রে আমরা এটাই করতে পারি এবং আলোচনা এগিয়ে নিয়ে… টুর্নামেন্টটা যেন ভারতে এসে খেলতে পারি।

মূলত, আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরসিবি ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে এমন মন্তব্য করেন তিনি।

এ দিকে ক্রীড়া ক্ষেত্রে নিজেদের বৈশ্বিক আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে গড়তে চেষ্টা করছে ভারতও। সেজন্যই ২০৩৬ অলিম্পিক আয়োজনের চেষ্টা করছে তারা। চিচারেসে মনে করেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রভাব ভারতের ক্রীড়াক্ষেত্রের প্রচার ও অন্যান্য খেলাধুলার প্রতি মনোযোগ আকর্ষণে সহায়ক হতে পারে, যা ‘মেড ইন ইতালি’ প্রকল্পের সঙ্গে তুলনীয়। 

চিচারেসে বলেন, মেড ইন ইতালি প্রকল্পের মাধ্যমে আমরা সিরি আ’র ২০টি ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছি, যেখানে প্রতিটি ক্লাব তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ব্যবহার করে শুধু শহর ও ক্লাব নয়, সংশ্লিষ্ট অঞ্চল, উৎপাদন শৃঙ্খল ও ক্লাবকে ঘিরে থাকা সব কিছুর প্রচার করে।

Leave a Reply

Translate »