আইকোনিক ফোকাস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হারের পর লা লিগায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। হেতাফের বিপক্ষে সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল আনচেলত্তির দলটি।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (১ ডিসেম্বর) লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল। জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে।১৪ ম্যাচে ১০ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। যদিও তারা রিয়াল থেকে একটি ম্যাচ বেশি খেলেছে। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো।
পুরো ম্যাচে আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফেই দুই গোল আদায় করে নেয়। ২৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। তবে গোল হয়নি। তবে তার পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম।
৩৮তম মিনিটে দ্বিতীয় গোলও পেয়ে যায় রিয়াল। বেলিংহ্যামের থ্রু পাস ধরে হেতাফের একজনকে কাটিয়ে দূর থেকে দারুণ এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। যা লিগে এমবাপ্পের অষ্টম গোল।দ্বিতীয় হাফে পুরোটা সময়ই একের পর এক আক্রমণ করে গেছে রিয়াল, তবে ফল পায়নি। ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।