আইকোনিক ফোকাস ডেস্কঃ গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার। এই আন্দোলনে শহীদ হয়েছেন অসংখ্য শিক্ষার্থী। তাদের মধ্যে আলোচিত দুটি নাম আবু সাঈদ ও মুগ্ধ। তাই আসন্ন বিপিএলকে কেন্দ্র করে এই দুই শহীদকে বিশেষভাবে স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাংলাদেশে যে ছয়জন নিহত হয়েছেন, তাদেরই অন্যতম হচ্ছেন আবু সাঈদ। যার মূল কারণ ঘটনার সময় ধারণ করা কিছু ভিডিও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওইসব ভিডিওতে দেখা যায় যে, পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে সাঈদ পাখির ডানার মতো হাত দুটি উঁচিয়ে বুক পেতে দাঁড়িয়ে রয়েছেন। আর পুলিশের অবস্থান ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে। সাঈদ দাঁড়িয়ে ছিলেন ফটক থেকে সামান্য দূরে রাস্তার মাঝখানে।
এমন সময় পুলিশের সদস্যরা হঠাৎ রাবার বুলেট ছুড়তে শুরু করেন। তখন সাঈদের হাতে একটি লাঠি ছিল, যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করেন। এ ঘটনার পর বেশ কয়েক পা পিছিয়ে তিনি সড়কের বিভাজক পার হন এবং হঠাৎ মাটিতে বসে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে সাঈদের মৃত্যু হয় এবং তার শরীরে রাবার বুলেটের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাঈদের এই সাহস দেখানোর পরই আন্দোলনের মোড় ঘুরে যায়। তাই বিপিএলের মাসকাট তৈরি করা হয়েছে আবু সাঈদকে স্মরণ করে। যার নাম দেওয়া হয়েছে ডানা ৩৬। পাখির ডানার মতো হাত দুটি উচিয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই মাসকাটে। এ ছাড়াও স্টেডিয়ামে লঞ্চ করা হবে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড।
রোববার ( ১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের এবারের আসরকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উন্মোচন করা হয় বিপিএল ২০২৫-এর মাসকাট। সেখানেই এই ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
আবু সাঈদ শহীদ হওয়ার দুই দিন পর গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। মৃত্যুর কিছুক্ষণ আগেই বিক্ষোভকারীদের হাতে সেদিন পানির বোতল তুলে দিচ্ছিলেন মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)।
টিয়ার গ্যাসে জ্বলতে থাকা চোখ মুছতে মুছতেই পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে। কিন্তু এর মাত্র ১৫ মিনিটের মাথায়, ঢাকায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেওয়ার সময় একটি বুলেট তার কপালে এসে বিঁধে; শহীদ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুগ্ধ।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মুগ্ধর বলা শেষ বাক্যটি ‘পানি লাগবে পানি’। আর মুগ্ধর এই আত্মত্যাগকে স্মরণ করে রাখতে চায় বিসিবিও। তাই বিপিএলে দর্শকদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করতে যাচ্ছে বিসিবি। এর আগে দর্শক বাড়তি টাকা দিয়ে পানি কিনতে হতো।
এ ছাড়াও দর্শকদের মাঠমুখি করার জন্য রাখা হয়েছে নানা আয়োজন। যেমন, ফ্যান এনগেজমেন্ট-সোশ্যাল কনটেস্ট, স্পেশাল ফ্যান জোন অ্যাকটিভিশন, ইন ভেন্যু ফ্যান এনগেজমেন্ট-গেমস অ্যান্ড গিভ-অ্যাওয়ে (গিফট), ম্যাচ চলাকালীন ফ্যান এনগেজমেন্ট, গেমস অ্যান্ড গিভওয়ে (গিফট), ডিজিটাল ওয়াচপার্টিস এবং কমেন্ট্রি।
উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি।