নিজের চোট ও শিরোপা জয়ের রোমাঞ্চ নিয়ে মেসির আবেগঘন

কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে ৬৪ মিনিটেই মাঠ থেকে বেরিয়ে যান লিওনেল মেসি। বেঞ্চে বসে কাঁদতেও দেখা গিয়েছিলো তাকে। মেসিকে ছাড়াই অবশ্যই জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার। শিরোপা জেতার পর মেসি জানালেন তিনি এখন ভালো আছেন, দ্রুতই মাঠে ফেরার আশাও করছেন তিনি।

সোমবার বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। শিরোপা জয়ের পরদিন নিজের ইনজুরি নিয়ে ইন্সটাগ্রামে পোস্ট দিলেন মেসি। পোস্টে মেসি লিখেন, কোপা আমেরিকা শেষ হয়েছে,  আমাদেরকে যারা শুভেচ্ছা জানিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ঈশ্বরকে ধন্যবাদ, আমি ভালো আছি।

আমি আশা করছি শিগগিরই মাঠে  ফিরতে পারব। আমি খুশি, খুব খুশি। বিশেষ করে আমরা যা অর্জন করতে চেয়েছি তা অর্জন করতে পেরেছি।যদিও মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে কবে তিনি মাঠে ফিরবেন তা নিশ্চিত নয়।

মনে হচ্ছে ক্লাবের হয়ে বেশ সময় লাগতে পারে তার।ইন্সটাগ্রাম পোস্টে দলের জয়ের পেছনে সতীর্থদের ভূমিকা নিয়ে কথা বলেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা, ‘আমি খুশি, খুব খুশি। বিশেষ করে আমরা চেয়েছিলাম ফিদের (আনহেল দি মারিয়া) জন্য এটা করতে (জিততে)। এটা বিশেষ এক অনুভূতি। দলের অভিজ্ঞদের সাথে তরুণরা নিজেদের উজাড় করে দিয়েছে।

আমরা একটা পরিবারের মতই খেলেছি।

Leave a Reply

Translate »