শিরোপা জিতে মাদ্রিদের রাস্তায় জন্মদিন উদযাপন করতে চান ইয়ামাল

আইকোনিক ফোকাস ডেস্কঃ ফাইনালের দুই দিন আগে ১৭ বছরে পা দিয়েছেন স্পেনের নতুন ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। তবে এখনই  জন্মদিন উদযাপন করতে চান না তিনি। আপাতত অপেক্ষাটা বার্লিনের ফাইনালের জন্য। ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আনন্দে ভাসতে চান এই তরুণ।

সতীর্থদের নিয়ে জন্মদিনের কেক কাটতে কাটতে উচ্চৈঃস্বরে  তিনি বলেছেন, ‘আমি উপহার হিসেবে ইউরো জিততে চাই।জন্মদিনের উদযাপন নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি আমার মাকে বলেছি যদি আমরা ইউরো জিতি তাহলে আমার কোনো উপহার লাগবে না। আমি শুধু আমার বন্ধুদের নিয়ে মাদ্রিদের রাস্তায় উদযাপন করতে চাই।

২০২২-২৩ মৌসুমে মাত্র ১৫ বছর বয়সেই বার্সেলোনার হয়ে অভিষেক হয় ইয়ামালের।

হয়েছেন লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। চ্যাম্পিয়নস লিগেও ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে। এই বছরেই সুযোগ পান স্পেন জাতীয় দলে৷  ফ্রান্সের বিপক্ষে দূরপাল্লার দারুণ শটে গোল করে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে আন্তর্জাতিক আসরে গোলের রেকর্ড গড়েন।

Leave a Reply

Translate »