রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর সোনার ঘড়ি

আইকোনিক ফোকাস ডেস্কঃ টাইটানিক দুর্ঘটনায় নিহত হওয়া সবচেয়ে ধনী যাত্রীদের মধ্যে অন্যতম ইসিডর স্ট্রাউসের মরদেহ থেকে উদ্ধার করা একটি সোনার পকেট ঘড়ি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ঘড়িটি ১৭ লাখ ৮০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৮ কোটি টাকা) দামে বিক্রি হয়, যা এই ধরনের সামগ্রীর ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড। রোববারে (২৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

ইসিডর স্ট্রাউস ছিলেন একজন মার্কিন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিজ ডিপার্টমেন্ট স্টোরের সহ-মালিক। ১৯১২ সালের ১৪ এপ্রিল সাউদাম্পটন থেকে নিউইয়র্কগামী টাইটানিক বরফখণ্ডে ধাক্কা খেয়ে ডুবে গেলে ইসিডর এবং তার স্ত্রী আইডা—দু’জনই প্রাণ হারান।

ইসিডর স্ট্রাউসের স্ত্রী আইডাকে লাইফবোটে উঠতে বলা হলেও, তিনি স্বামীর পাশে থেকে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিয়ে তাকে ছেড়ে যেতে অস্বীকার করেন। আইডা স্ট্রাউসের মরদেহ আর কখনও পাওয়া যায়নি। নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, স্ট্রাউস দম্পতি ছিলেন টাইটানিকের ‘চূড়ান্ত প্রেমের গল্প’।

দুর্ঘটনার কয়েক দিন পর আটলান্টিক মহাসাগর থেকে ইসিডর স্ট্রাউসের মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে পাওয়া যায় একটি ১৮ ক্যারেট স্বর্ণের জুলেস জারগেনসেন পকেট ঘড়ি। স্ট্রাউস দম্পতির পরিবার চার প্রজন্ম ধরে ঘড়িটি সংরক্ষণে রেখেছিল। শনিবার ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেস শহরের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলাম ঘরে এটি রেকর্ড দামে বিক্রি হয়।

নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, ঘড়িটির এই রেকর্ডমূল্যই প্রমাণ করে টাইটানিক নিয়ে মানুষের আগ্রহ কতটা দীর্ঘস্থায়ী। তিনি আরও বলেন, এই রেকর্ডমূল্য ৪১ বছরের দাম্পত্যের পরও স্বামীকে ছেড়ে যেতে না চাওয়া আইডার প্রতি সম্মানেরই প্রতিফলন।

টাইটানিক সম্পর্কিত বিভিন্ন স্মারকের এই নিলামে মোট প্রায় ৩০ লাখ পাউন্ড উঠেছে। এর মধ্যে টাইটানিকের লেটারহেডে লেখা আইডা স্ট্রাউসের একটি চিঠি ১ লাখ পাউন্ডে, টাইটানিকের যাত্রী তালিকা ১ লাখ ৪ হাজার পাউন্ডে এবং আরএমএস কারপাথিয়ার নাবিকদের দেওয়া একটি স্বর্ণপদক ৮৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

Leave a Reply

Translate »