নিউইয়র্কে রেকর্ড দামে বিক্রি হলো সোনার টয়লেট ‘আমেরিকা’

আইকোনিক ফোকাস ডেস্কঃ ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলানের তৈরি সম্পূর্ণ কার্যকরী সোনার টয়লেট ‘আমেরিকা’ রেকর্ড দামে বিক্রি হয়েছে। ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ১০১ কেজি ওজনের এই শিল্পকর্মটি অতি ধনীদের প্রতি ব্যঙ্গাত্মক উপস্থাপনা হিসেবে পরিচিত। মঙ্গলবার (১৮ নভেম্বর) এটি নিউইয়র্কে সোথেবির নিলামে ১ কোটি ২১ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৪৮ কোটি টাকারও বেশি) বিক্রি হয়। খবর এপির। 

নিলাম প্রতিষ্ঠানটি এই শিল্পকর্মকে ‘শিল্প সৃষ্টির সঙ্গে পণ্যমূল্যের সংঘাত নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক বার্তা’ হিসেবে উল্লেখ করেছ। যদিও এই সোনার টয়লেটটি সম্পূর্ণ কার্যকর। ২০১৯ সালে এর আরেকটি অনুলিপি ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হওয়ার পর এটি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল।

শিল্পী ক্যাটেলান তার এই সৃষ্টি সম্পর্কে বলেছেন, এটি অতিরিক্ত সম্পদের ব্যঙ্গচিত্র। তার কথায়, ২০০ ডলারে দুপুরের খাবার খাওয়া বা দুই ডলারের হট ডগ খাওয়ার পর টয়লেটের ক্ষেত্রে ফলাফল একই।

এর আগে, ক্যাটেলানের আরেক শিল্পকর্ম—দেয়ালে ডাকটেপে আটকানো কলা ‘কমেডিয়ান’—২০২৩ সালে নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছিল ৬২ লাখ ডলারে। আর হিটলারের হাঁটু গেড়ে থাকা মূর্তি ‘হিম’ ২০১৬ সালে ক্রিস্টিজ নিলামে বিক্রি হয় ১ কোটি ৭২ লাখ ডলারে।

এদিকে, এই নিলামে অষ্ট্রিয়ার কিংবদন্তি শিল্পী গুস্তাভ ক্লিমটের ‘পোর্ট্রেট অব এলিজাবেথ লেডারার’ নামে প্রতিকৃতিটি ২ কোটি ৩৬ লাখ ডলারে বিক্রি হয়, যা আধুনিক শিল্পের ইতিহাসে আঁকা ছবির মধ্যে সর্বোচ্চ মূল্যপ্রাপ্তি। এই চিত্রকর্মটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্নিকাণ্ড থেকে অক্ষত থাকা ক্লিমটের বিরল কাজগুলোর একটি।

Leave a Reply

Translate »