আইকোনিক ফোকাস ডেস্কঃ পর্যটন খাতের উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারতের জন্য এতদিন ভিসামুক্ত প্রবেশের সুবিধা দিলেও, সেই নিয়মে হঠাৎ পরিবর্তন আনল ইরান। আগামী ২২ নভেম্বর থেকে ইরানে প্রবেশ করতে হলে প্রত্যেক ভারতীয় নাগরিককে বাধ্যতামূলকভাবে ভিসা নিতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, ভিসামুক্ত প্রবেশের সুবিধার অপব্যবহার করে কিছু প্রতারকচক্র সাধারণ ভারতীয়দের ইরানে এনে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, আমাদের কাছে তথ্য আছে যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা নিয়ে অনেক প্রতারকচক্র ও ব্যক্তি তৃতীয় দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ ভারতীয়দের ইরানে আনছে এবং তারপর অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। সম্প্রতি এমন বেশ কিছু অভিযোগ তাদের কাছে আসায় অপরাধী তৎপরতা থামাতে এই সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যটন গন্তব্য হিসেবে ভারতীয় পর্যটকদের কাছে ইরান বেশ জনপ্রিয়। ঐতিহাসিক স্থাপত্য ও সৌন্দর্যের জন্য ইরানের শিরাজ এবং ইস্ফানহান শহর ভারতীয় পর্যটকদের আকর্ষণ করে। শিয়া মুসলিমদের জন্য ধর্মীয়ভাবেও কোম এবং মাশহাদ শহর গুরুত্বপূর্ণ।
এছাড়া ট্রানজিট হাব হিসেবেও ইরানের বিশেষ গুরুত্ব রয়েছে। মধ্য এশিয়া ও ইউরোপগামী অনেক ভারতীয় পর্যটক, যাদের বাজেট কম, তারা তেহরানে যাত্রাবিরতি দিয়ে থাকেন।
প্রসঙ্গত, পর্যটন খাতের উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য ইরান এশিয়ার বেশ কিছু দেশের পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে, যার মধ্যে ভারতও ছিল।