মাঝরাস্তায় বরের গাড়ি আটকে দিলেন সাবেক প্রেমিকা

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভালোবাসার মানুষ অন্য কারও জীবনসঙ্গী হতে যাচ্ছেন এ দৃশ্য মানতে পারেননি এক তরুণী। তাই ঘটালেন অদ্ভুত কাণ্ড। মাঝরাস্তায় দাঁড়িয়ে থামিয়ে দিলেন সাবেক প্রেমিকের বিয়ের শোভাযাত্রার গাড়ি। আর সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে ভারতে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় গাড়ির সারি এগিয়ে চলছে। এক পাশে বিয়ের সাজে সজ্জিত একটি গাড়ি দাঁড়িয়ে আছে। আর সেই গাড়ির একদম সামনে শালোয়ার-কামিজ পরিহিত এক তরুণী দাঁড়িয়ে আছেন। তিনি কোনোভাবেই গাড়িটিকে যেতে দিচ্ছেন না।

গাড়িটি সামান্য এগোলে তিনি আবার সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। এভাবে বেশ কিছুক্ষণ গাড়ির পথ আটকে রাখেন তিনি। ভিডিওতে দাবি করা হয়েছে, গাড়ির ভেতরে থাকা বরই ওই তরুণীর সাবেক প্রেমিক। তার বিয়ে হচ্ছে জেনে মানসিকভাবে ভেঙে পড়েন মেয়েটি। আর সেই আঘাত থেকেই তিনি রাস্তার মাঝখানে এসে বরের গাড়ি আটকে দেন।

Leave a Reply

Translate »