আইকোনিক ফোকাস ডেস্কঃ পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
সোমবার (৪ সেপ্টেম্বর) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এমসিসিআই) এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
মেয়র বলেন, প্রতিবছর ব্যবসায়ীরা নবায়ন করতে হয়রানির শিকার হতেন। নতুন এ কার্যক্রমের ফলে আর হয়রানির সুযোগ নেই, সব হবে অনলাইনে। ফলে কারও দপ্তরে আর দ্বারস্থ হতে হবে না।
আরো পড়ুনঃডলার বিক্রি নিয়ে নজরদারি কেন্দ্রীয় ব্যাংকের
বর্তমানে লাইসেন্স সংক্রান্ত সব কাজ অনলাইন মাধ্যমেই করা হবে জানিয়ে তিনি আরও বলেন, একজন ব্যবসায়ী মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন। আমরা বলতে পারি, এদিকে আমরা এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গেছি।
তাপস জানান, ব্যবসায়ীদের হয়রানি বন্ধে লাইসেন্স ৫ বছরের জন্য দেওয়া হবে। দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ও বিডার আওতায় যেসব ব্যবসায়ী কাজ করবেন সবাই এর সুফল পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।