জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ৮ দলকে নিয়ে শুরু হচ্ছে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে স্থানীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন।
সাধারণত জাতীয় ক্রিকেটের লিগের ম্যাচগুলো শুধু বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়। তবে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচগুলো একটি বেসরকারি চ্যানেলে।
এছাড়া স্বল্পমূল্যে মাঠে বসেও খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এনসিএল টি-টোয়েন্টির খেলা গ্র্যান্ডস্ট্যান্ডে বসে দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। আর ক্লাবে হাউজে ১০০ ও ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখতে খরচ করতে ৫০ টাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট।
জাতীয় লিগের ৮ দলকে নিয়ে আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ২০ ওভারের টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।
সিলেটে টুর্নামেন্টে হলেও ঢাকাতেই এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন, ফটোসেশন সেরেছে দলগুলো।