হালকা সাজে সন্ধ্যার পার্টি

আইকোনিক ফোকাস ডেস্কঃ সন্ধ্যায় প্রায়ই আমাদের কোনো না কোন অনুষ্ঠান বা গেট টুগেদার হয়ে থাকে । এসব গেট টুগেদার গুলো তে আমরা কিভাবে যেতে পারি এটা নিয়ে অনেকেই ডিসিশনহীনতায় ভুগি ।  হালকা সাজে সন্ধ্যার পার্টিতে যাওয়ায় উত্তম ।

  • প্রথমে ব্রাশ দিয়ে এমনভাবে লিকুইড ফাউন্ডেশন মুখে ব্লেন্ড করে দিন যাতে ত্বকের সঙ্গে মিশে যায়
  • এতে মুখ অনেকটা স্বাভাবিক লাগবে এবং মেকআপের বেইজও ভালো হবে। সঠিক বেইজ মেকআপ করা খুবই জরুরি। এরপর কনসিলার দিয়ে মুখের দাগ এবং চোখের নিচের কালো দাগ ঢেকে দিন।
  • এবার একটি পাফ ভিজিয়ে পুরো মুখে প্যানকেক লাগিয়ে নিন। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে কন্টোলিং করে নিন।

আর পড়ুন ঃ ক্যান্সার চিকিৎসায় নতুন চিকিৎসা 

  • চিক এবং কানের মাঝ বরাবর কন্টোলিং করবেন। সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে বেইজ সেট করুন।
  • চোখে হালকা ব্রাউনিশ আইশ্যাডো দিন। চোখের হাইলাইটসে সিমারি শ্যাডো লাগান।
  • এবার চোখে টেনে আইলাইনার দিন। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন।
  • চোখের নিচের দিকে একটু কাজল দিতে পারেন। আইল্যাশ লাগিয়ে গাঢ় করে মাশকারা দিন।
  • এবার ঠোঁটে স্কিন কালার লিপস্টিক দিন। হালকা একটু গ্লস দিতে পারেন।
  • চুলগুলো সামনের দিকে হালকা পাফ করে নিন। পেছনের চুলগুলো পেঁচিয়ে ওপরের দিকে ক্লিপ দিয়ে আটকে নিন। ব্যস, মেকআপ পরিপূর্ণ।
  • অবশ্যই প্রত্যেকটি প্রসাধনী যেন ভালো ব্যান্ডের হয় সেদিকে খেয়াল রাখবেন।

কেউ শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউবা সালোয়ার কামিজে কেউ আবার ওয়েস্টার্ন আউটফিট-যাই হোক  লক্ষ্য রাখুন যেন স্বাচ্ছন্দ্যবোধ করেন ও অনুষ্ঠানের সঙ্গে মানিয়ে যায়।

Leave a Reply

Translate »