আইকোনিক ফোকাস ডেস্কঃগরমে নাবিসশাস পুর দেশ । গরম যেন কমছেই না। ফ্যানের নিচেও মিলছেনা স্বস্তি । সবার পক্ষে এসি ব্যবহার সম্ভব না । তাই গরমে একটু খানি স্বস্তি পেতে ভাবতে পারেন নতুন কোন উপায় । যাতে পেতে পারেন স্বস্তি ঃ
- দিনের বেলা জানালা বন্ধ করে দিন অথবা পর্দা টেনে দিন। মোটা ও গাঢ় রঙের পর্দা ব্যবহার করবেন।
- হালকা রঙের সুতি চাদর ব্যবহার করুন বিছানায়। সম্ভব হলে সাদা চাদর ব্যবহার করুন। গরমে স্বস্তি মিলবে।
- ঘরে ভেন্টিলেটর থাকলে, ভালো করে পরিষ্কার করুন। এতে ঘরে বাতাস চলাচল হবে ঠিকঠাক।
- ঘরের দেয়ালে হালকা রঙ ব্যবহার করুন। এতে বাড়তি আলো শোষিত হবে না এবং গরম কম লাগবে।
- ইলেকট্রনিক সরঞ্জাম অপ্রয়োজনে ব্যবহার করবেন না। কারণ এগুলো কাজ করার সময় তাপ উৎপন্ন করে।
- ইনডোর প্ল্যান্ট রাখুন ঘরে। বাতাস ঠান্ডা থাকবে ঘরের। যে জানালা দিয়ে রোদ আসে তার সামনে বড় একটি গাছ রাখতে পারেন। এতে রোদ থেকেও রক্ষা পাবেন।
- প্রয়োজন ছাড়া লাইট জ্বালাবেন না।
- খোলা জানালার সামনে ভেজা চাদর মেলে দিন। জানালা দিয়ে আসা বাতাস ভেজা চাদর থেকে পানি শোষণ করে শীতলতা ছড়িয়ে দেবে ঘরে।
- বিকেলে রোদ কমলে অথবা সন্ধ্যার দিকে জানালা খুলে দিন।
আরও পড়ুন ঃবর্ষায় ভ্রমন করবেন যে ৫টি জায়গায়
- একটি অদ্ভুত কিন্তু কার্যকরী পদ্ধতি হচ্ছে বিছানার চাদর ফ্রিজে রাখা। বড় জিপলক ব্যাগে চাদর নিয়ে ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমানোর আগে ফ্রিজ থেকে বের করে বিছিয়ে নিন চাদর।
- আরেকটি উপায় অবলম্বন করতে পারেন ঘরের পরিবেশ শীতল করার জন্য। টেবিল ফ্যানের সামনে বাটি ভর্তি বরফ রাখুন। শীতল বাতাসে প্রাণ জুড়াবে।