আইকোনিক ফোকাস ডেস্কঃ ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি…সাদা সাদা, কালা কালা’ গ্রাম থেকে শহরে সবার মুখে মুখে গানটি। তবে গান শুনে প্রাণ জুড়ালেও সিনেমাটি দেখার অপেক্ষায় দর্শকের মন অস্থির হয়ে আছে।বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে মুক্তি পেল শুক্রবার (২৯ জুলাই) সারাদেশে।
মুক্তি উপলক্ষে প্রচারণার ধারাবাহিকতায় ‘হাওয়া’র কলাকুশলীরা হাজির হয়েছিলেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখায় প্রথম শো দেখতে। এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিনেমা নিয়ে কথা বলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
তিনি বলেন, ‘আজকে (২৯ জুলাই) কিছুক্ষণ আগেই আমাদের হাওয়া সিনেমার প্রথম প্রদর্শনী হয়ে গেল স্টার সিনেপ্লেক্সে। আমরা কলাকুশলী অভিনেতা-অভিনেত্রী এবং আমাদের নির্মাতাসহ সবাই এসেছি। কিন্তু নির্মাতাকে আশপাশে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় জানি আছে সে ভিড়ের মধ্যে। তিনি ক্যামেরার সামনে আসতে ভয় পান কি না, জানি না। তবে জিজ্ঞাসা করেছিলাম কিরে ভয় পাচ্ছিস? সে কিছু বলল না। মনে হচ্ছে কিছুটা ভয় পায়। (হাসি মুখে)