আইকোনিক ফোকাস ডেস্কঃ ‘কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান’; ভারত-পাকিস্তান ম্যাচের ব্যাপারটা যেন এমনই। গত রোববার খেলা শেষ হলেও, রেশ রয়ে গেছে এখনও। সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও উত্তপ্ত।
পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের পর এবার এক পাকিস্তানি সাংবাদিকের সঙ্গেও তর্কে জড়ালেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং। আমিরের সঙ্গে টুইটারে হরভজনের তর্কযুদ্ধের পর সাংবাদিকরা পাকিস্তানি বাঁহাতি পেসারের পাশে দাঁড়িয়েছেন।
এই ব্যাপারটি যেন হজম করতে পারলেন না হরভজন। উল্টো আমিরকে নিয়ে রমিজ রাজার পুরোনো ভিডিও নতুন করে সামনে আনলেন ভারতীয় অফস্পিনার। যেখানে রমিজ বলেছিলেন, ‘সে (আমির) কখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে না। পাকিস্তান ক্রিকেট তার জন্য অপমানিত হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ, সালমান বাট ফিক্সিং কেলেংকারিতে ধরা পড়েছিলেন। সেই ম্যাচে বাটের নির্দেশে আমির ও আসিফ ইচ্ছাকৃত নো বল করেন। পরে এই তিনজনকেই জেল খাটতে হয়।