আইকোনিক ফোকাস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনে যেন পেস বোলিংয়ের একটা মহড়াই হয়ে গেল। মোট ২৪ জনের দলে ৭ পেসার, টেস্ট দলের ৩ জন যোগ করলে সংখ্যাটা ১০। লম্বা বিরতির পর প্রথম দিনের অনুশীলনে নিজ দলের পেসারদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে সাবলীল হতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যানরাও। পেস বোলারদের তোপে আড়মোড়া ভাঙার সময়টুকুও পাননি অনেক ব্যাটসম্যান।
বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর কোচ রাসেল ডমিঙ্গোর অন্যতম প্রতিশ্রুতি ছিল পেস বোলারদের সারিটাকে লম্বা করা, যেখানে থাকবে স্বাস্থ্যকর প্রতিযোগিতা। কাল ইনডোরের নেটে যেন সেই প্রতিযোগিতারই ঝাঁজ দেখা গেল।
মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদরাও। অভিজ্ঞ ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিয়েছেন তাঁরা। বেশি নজর কেড়েছেন দুই তরুণ পেসার শরিফুল ও হাসান। শুরুতে টানা ৭ ওভার বল করেন শরিফুল। গতি আর বাউন্সে টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালোই নাকানি-চুবানি খাইয়েছেন তিনি। শরিফুলের বোলিংয়ের উল্টো দিকে ছিলেন নাজমুল হোসেন, লিটন দাস ও তামিম ইকবাল। তামিমের বিপক্ষে যেন একটু বেশিই আগ্রাসী ছিলেন এই তরুণ বোলার। দুবার আউট করেছেন ওয়ানডে অধিনায়ককে। জাতীয় দলের নেটে প্রথম বোলিং করছেন, এত পেসারের ভিড়ে অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করতেই যেন তেঁতে ওঠেন শরিফুল।
রোদ একটু বাড়লে বল হাতে পান হাসান। ব্যাটিং কৌশলে দেশের সেরা মুশফিকের গ্লাভসে বেশ কয়েকবারই আঘাত করেছে তাঁর বল। হাসানের গতির সামনে বারবার পরাস্ত হচ্ছিলেন মুশফিক। দুবার আউটও হয়েছেন। সাকিবকেও ক্রিজে এসে দিতে হয়েছে একই পরীক্ষা। দীর্ঘদিন পর জাতীয় দলের অনুশীলনে ব্যাটিং করেছেন সাকিব। সাত ওভার বোলিং করে তাঁকেও একবার আউট করেন হাসান।
আগামী ২০ জানুয়ারি থেকে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ দল নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ দেখে ছোট করে আনা হবে ওয়ানডে দল। লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ২০ জানুয়ারির প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল পূর্ণ প্রস্তুতি নিয়েই খেলতে নামতে পারবে বলে বিশ্বাস তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেনের।
তিনি বলেন, ‘ক’দিন আগেই একটা টুর্নামেন্ট খেলেছি, প্রেসিডেন্টস কাপেও আমরা প্রায় সবাই খেলেছি। প্রস্তুতি ম্যাচও হবে। প্রস্তুতি ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে খেলতে পারি, তাহলে আমার মনে হয় খুব বেশি একটা সমস্যা হবে না।’
এদিকে চোটের কারণে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না ওয়ানডে দলে প্রথম ডাক পাওয়া পারভেজ হোসেন।