আইকোনিক ফোকাস ডেস্কঃ বরিশাল-খুলনা মহাসড়কে পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুর উদ্বোধন করেন তিনি। সেতুটি উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হলো। এই স্বপ্ন পূরণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, ‘আমরা পিরোজপুরবাসী ভাগ্যবান।
সেতু উদ্বোধন উপলক্ষে নদীর পশ্চিম এবং পূর্বপাড়ে দুটি সমাবেশের আয়োজন করা হয়েছে। পশ্চিম পাড়ে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছিলেন জায়েদ খান। সেখানে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন এ নায়ক।
ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পিরোজপুরবাসীর স্বপ্নের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।