আইকোনিক ফোকাস ডেস্কঃ দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে গ্রুপ টু’র শীর্ষে উঠে এসেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। ফলে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পা রাখবে বাবর আজমের দল। ১১ নভেম্বর দ্বিতীয় সেমিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার। অন্যদিকে ১০ নভেম্বর প্রথম সেমিতে ইংলিশদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করে টিম পাকিস্তান। সুপার টুয়েলভে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও সব শেষ স্কটিশদের পরাজিত করেছে উড়তে থাকা দলটা।
রোববার (৭ নভেম্বর) টস জিতে ব্যাট করা সিদ্ধান্ত নেন বাবর আজম। অধিনায়কের টানা তৃতীয় অর্ধশতকে ইউরোপের দেশটির সামনে ১৯০ রানের বড় লক্ষ্য দেয় পাকিস্তান।
জবাবে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড।