আইকোনিক ফোকাস ডেস্ক: নফল হচ্ছে অতিরিক্ত ইবাদত, যেগুলো ফরজ নয়। এটি এমন ইবাদত, যে ইবাদত অতিরিক্ত হিসেবে ধরা হয়েছে। এ ব্যাপারে রাসুল (সা.)-এর পক্ষ থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যেমন—আপনি অতিরিক্ত একটি সিয়াম পালন করলেন। আর সুন্নত হলো, যেটির জন্য রাসুল (সা.)-এর কাছ থেকে নির্দেশনা পাওয়া গেছে। এটি অতিরিক্ত ইবাদতের অন্য একটি ধরন। রাসুল (সা.) এই অতিরিক্ত কাজটি করেছেন এবং করার নির্দেশনা দিয়েছেন। যেমন—আরাফার দিন আপনি একটি সিয়াম পালন করবেন। এর জন্য রাসুল (সা.) নির্দেশনা দিয়েছেন। দুটিই অতিরিক্ত। একটির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আরেকটির জন্য দেওয়া হয়নি। নফল ও সুন্নতের মধ্যে পার্থক্য এতটুকুই।