সিনেমা বাঁচলে, ইন্ডাস্ট্রি বাঁচবে

আইকোনিক ফোকাস ডেস্কঃ  সরকারি অনুদানপ্রাপ্ত ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। এ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই চিত্রনায়িকার। আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। বর্তমানে সিনেমাটির প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন অপু।

 

বৃহস্পতিবার (২২ জুন) এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী বলে জানান অপু।সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন, এবার ঈদে আমার প্রযোজিত প্রথম ছবি মুক্তি পাচ্ছে। সবাই ছবিটির পাশে থাকবেন। আশা করি ‘লাল শাড়ি’ সবাইকে মুগ্ধ করবে।

 

অনুষ্ঠানে লাল শাড়িতে সেজেছিলেন অপু বিশ্বাস। বিষয়টিকে ইঙ্গিত করে অপু বলেন, আমার স্বপ্নের ছবি ‘লাল শাড়ি’। অনেক যত্নে আমরা ছবিটি বানিয়েছি। এই যে লাল শাড়িতে আমাকে দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন এর মাধ্যমে আপনাদের আমার ছবির একটি বার্তা দিয়ে দিলাম। এবার ‘লাল শাড়ি’র সঙ্গে সবার ঈদ হোক।

 

তবে শুধু নিজের সিনেমা নয়, ঈদে মুক্তির মিছিলে থাকা সবগুলো সিনেমা দেখার আহ্বান জানান অপু। অভিনেত্রীর কথায়, আসন্ন কোরবানির ঈদে শাকিব খানের প্রিয়তমাসহ যতগুলো সিনেমা মুক্তি পাবে সবগুলোর জন্যই আমার শুভকামনা থাকবে। কারণ, সিনেমা বাঁচলে, ইন্ডাস্ট্রি বাঁচবে।

Leave a Reply

Translate »