আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে গিয়ে হায়দরাবাদে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী। গতকাল শুক্রবার জানা যায়, ওই নারীর মৃত্যুতে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা আল্লু অর্জুন। অভিনেতা ও প্রেক্ষাগৃহ মালিকের নামে মামলা করা হয়েছে। তবে নিহত ওই নারীর পরিবারকে ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সান্ধ্য থিয়েটারে রাত সাড়ে ৯টায় ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। ভিড়ের ভেতর পদপিষ্ট হয়ে সেখানে মারা যান রেবতী নামের ওই দর্শক। তার সঙ্গে ছিল ১৩ বছরের ছেলে শ্রীতেজ। প্রেক্ষাগৃহে অস্বাভাবিক ভিড়ের কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল শ্রীতেজেরও। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে সে। ঘটনার দুদিন পর দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন।
‘পুষ্পা ২’ ছবিতে রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন
গতকাল নিজের এক্স হ্যান্ডেলে অর্জুন জানান, নিহত নারীর পরিবারকে ২৫ লাখ রুপি সহায়তা দেবেন তিনি। পাশাপাশি আহত ছেলেটির চিকিৎসার ব্যয়ও বহন করবেন। আল্লু অর্জুন লেখেন, তিনি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারটির সঙ্গে নিজে গিয়ে দেখা করাসহ তাদের জন্য সব ধরনের সহায়তা করবেন তিনি।
গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা ২’। মুক্তির প্রথম দিন ছবিটি আয় করেছে ১৭৪ দশমিক ৯ কোটি রুপি। পরদিন তোলে ৯০ দশমিক ১০ কোটি রুপি। প্রথম দুদিনে ভারত থেকে ছবিটি আয় করেছে প্রায় ২৬৫ কোটি রুপি। বিশ্বব্যাপী দুদিনে প্রায় ৪০০ কোটি টাকা তুলে নিয়েছে ‘পুষ্পা ২’। ছবিটি পরিচালনা করেছেন সুকুমার রায়।