আইকোনিক ফোকাস ডেস্কঃ মিম বলিউডকে না করেছেন, এমন খবর প্রকাশের পর জানা গেল একই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী মেহজাবীনও। কিন্তু তিনিও ‘খুফিয়া’ নামের এই ছবিতে অভিনয় করেননি। বিনয়ের সঙ্গে বলিউডের সেই চলচ্চিত্রের কাস্টিং ডিরেক্টরকে অভিনয় করা সম্ভব নয় বলে জানিয়ে দেন মেহজাবীন। বুধবার রাতে কথা প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে ঘটনাটি শেয়ার করেন তিনি।
মেহজাবীন জানালেন, মাস দুয়েক আগে তাঁকে বলিউডের এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটি আসে তাঁর হোয়াটসঅ্যাপে। মেহজাবীন বলেন, ‘বলিউডের গুণী পরিচালক বিশাল ভরদ্বাজের কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, গল্পের প্রয়োজনেই বাংলাদেশের কোনো অভিনেত্রীকে খুঁজছেন। এরপর আমাকে সিনোপসিস দেওয়া হয়। পড়ার পর বুঝতে পারি, এটি পলিটিক্যাল জনরার গল্প। এই গল্পে বাংলাদেশের এমন কিছু রাজনৈতিক ইস্যু তুলে ধরা হয়েছে, যা ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এ ধরনের কোনো গল্পে নিজেকে জড়াতে চাইনি বলেই না করে দিয়েছি।
বলিউডের অন্যতম নির্মাতা বিশাল ভরদ্বাজের নামের সঙ্গে জড়িয়ে আছে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো বিখ্যাত সব চলচ্চিত্র। এই পরিচালকের ‘খুফিয়া’ নামের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার খবর আরেক অভিনেত্রী মিম সম্প্রতি প্রথম আলোকে জানান। তিনি জানান, শুরুতে বিশ্বাসই করতে চাননি। পরে কথা বলে জানতে পারেন, ঘটনা সত্যি। তবে এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। চরিত্র পছন্দ হলেও পুরো গল্প পড়ে ছবিটিতে অভিনয় করতে রাজি হননি তিনি। কারণ, এই ছবির গল্পে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।