সাকিব মেসিকে নিয়ে যা বললেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ বার্সেলোনায় দীর্ঘ ২১ বছর কাটানোর পর চলতি মাসের শুরুর দিকে  স্প্যানিশ ক্লাব ছেড়ে প্যারিসের জনপ্রিয় ক্লাব পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এ সুপারস্টারের ক্লাব বদল নিয়ে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, হয়তো আরেকটি চ্যাম্পিয়নস লিগ জিততেই পিএসজিতে গেছেন মেসি।

 

রোববার রাতে ফেসবুক লাইভে মেসি প্রসঙ্গে সাকিব আরও বলেন, মেসির মতো খেলোয়াড়কে নিয়ে কমেন্ট করার মানে হয় না। তার পরও আমি বলব- ওর জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। ওর ক্যারিয়ারের জন্য ওর ক্যারিয়ার যে অবস্থায় আছে, হয়তো একটা চ্যাম্পিয়নস লিগ জিততে চায়।

 

বিশ্বসেরা এ অলরাউন্ডার আরও বলেন, চ্যাম্পিয়নস লিগটা হয়তো বার্সালোনার হয়ে জিততে পারবে বলে মনে করেনি মেসি। হয়তো সে চিন্তা করেছে পিএসজির হয়ে জিতবে। এই জন্য হয়তো দলটাকে পছন্দ করেছে।

 

২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় মেসির। এর পর থেকে ক্রমেই তিনি হয়ে ওঠেন দলের মধ্যমণি, সাফল্যের নায়ক। সময়ের পরিক্রমায় হয়ে উঠেছিলেন ক্লাবের সবচেয়ে বড় বিজ্ঞাপন।

 

ক্লাবটির সঙ্গে ২১ বছরের পথচলায় চারটি চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লা লিগাসহ জিতেছেন রেকর্ড ৩৫টি শিরোপা। ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তো বটেই, স্পেনের শীর্ষ লিগেরও রেকর্ড গোলদাতা তিনি। প্রিয় জার্সিতে এমন আরও অনেক রেকর্ড ও অসামান্য সব কীর্তি গড়েছেন মেসি।

Leave a Reply

Translate »