আইকোনিক ফোকাস ডেস্কঃ স্কটল্যান্ডের কাছে হারের পর তিন সিনিয়রের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এর জবাবে দুই দিন আগে মুখ খুলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তার পাল্টা জবাব দিলেন পাপনও। সুপার টুয়েলভ নিশ্চিত হওয়ার পর এ নিয়ে সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফিরতি প্রতিক্রিয়ায় পাপন জানালেন, দলের সিনিয়রদের নিবেদন নিয়ে তিনি কখনোই প্রশ্ন তোলেননি।
বিসিবি প্রধানের মতে, রিয়াদের কথাবার্তা আবেগের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগে বোর্ড প্রধান ও অধিনায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় সিঁদুরে মেঘ দেখছেন ক্রিকেটমহলের অনেকেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সমালোচনা করেছিলেন।