টলিউডের তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা সেনগুপ্ত। গত জুন মাসের মাঝামাঝি সময়ে গুঞ্জন উঠে, ভেঙে যাচ্ছে তাদের দীর্ঘ ১৩ বছরের সংসার। তারা এখন আলাদা থাকছেন বলেও গুঞ্জন রয়েছে।
গত মার্চে ১৩তম বিবাহবার্ষিকী পালন করেন ইন্দ্রনীল-বরখা। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরস্পরকে শুভেচ্ছাও জানান। ব্যাস সেই শেষ! তারপর থেকে আশ্চর্যজনকভাবে বরখার প্রোফাইল ইন্দ্রনীলহীন, অন্যদিকে ইন্দ্রনীলের ইনস্টাগ্রাম পোস্টেও দেখা মিলছে না স্ত্রীর বরখার নতুন কোনো ছবি। যদিও একমাত্র সন্তান মীরার সঙ্গে তোলা ছবি দুজনেই শেয়ার করছেন।
তবে গত জুলাইয়ের শেষের দিকে ইনস্টাগ্রামে ইন্দ্রনীলকে আনফলো করেন অভিনেত্রী বরখা। অন্যদিকে আগস্টের শুরুতে স্ত্রীকে আনফলো করে বিয়েবিচ্ছেদের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দেন ইন্দ্রনীল। এ নিয়ে জোর জল্পনা চলছে টলিপাড়ায়। কিন্তু এই দম্পতি মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে মুখ খুললেন ইন্দ্রনীল।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে এই অভিনেতা বলেন—‘সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়া, কোথাও আমি কোনো দিন ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করিনি। তারকাদের জীবন সব সময়েই লোকচক্ষুর সামনে থাকে। তাদের কাজ, পারিবারিক জীবন নিয়ে সারাক্ষণ কাটাছেঁড়া চলে। তবে আমি কোনো দিন সেই আলোচনায় অংশ নিতে চাইনি, চাইবও না। এটা আমার একটা সচেতন সিদ্ধান্ত।’
ইন্দ্রনীলের এই বক্তব্য স্বাভাবিকভাবে গ্রহণ করছেন না তার ভক্ত-নেটিজেনরা। তাদের ধারণা, সমালোচনার ভয়ে সংসার ভাঙনের বিষয়ে খোলামেলা কথা বলতে চান না ইন্দ্রনীল।
এর আগে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইশা সাহার সঙ্গে নাকি প্রেম করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। আর এজন্যই বরখা-ইন্দ্রনীলের ১৩ বছরের দাম্পত্য জীবন এখন টালমাতাল। এই চর্চিত প্রেম কাহিনির শুরু মাস ছয়েক আগে। ‘তরুলতার ভূত’ নামে একটি সিনেমায় ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করেন ইশা। শুটিং সেটে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠে। সেই দৃশ্য অনেকেরই নজর এড়ায়নি। তবে ইন্দ্রনীল-বরখার মজবুত সম্পর্কের কথা ভেবে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি।
অভিনেত্রী ইশা সাহাকে নিয়ে ইন্দ্রনীলের সংসার ভাঙার খবর প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে ইশা বলেছিলেন—‘বিষয়টি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার জীবনে এরকম কিছু ঘটছে বলে অন্তত নিজে জানি না। আর সিনেমার শুটিং শেষ হওয়ার পর ইন্দ্রনীলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’
বরখা সেনগুপ্ত ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত। ‘রাজনীতি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে একটি গানে দেখা যায় এই অভিনেত্রীকে। বলিউডের ‘রামলীলা’ ও ‘স্মার্ট অ্যান্ড কোং’ সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া কলকাতার ‘দুই পৃথিবী’, ‘আমি সুভাষ বলছি’, ‘ব্ল্যাক’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
অন্যদিকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ইন্দ্রনীল সেনগুপ্ত। পরবর্তীতে টিভি সিরিয়ালে অভিনয় শুরু করেন। ২০০৪ সালে হিন্দি ভাষার ‘শুকরিয়া: টিল ডেথ ডু আস অ্যাপার্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ২০০৯ সালে ‘অংশুমানের ছবি’ সিনেমার মাধ্যমে টলিউড চলচ্চিত্রে পা রাখেন। পরবর্তীতে খল চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান এই অভিনেতা। ২০১২ সালে বাংলাদেশের ‘চোরাবালি’ সিনেমায় দেখা যায় তাকে।
২০০৮ সালে বরখার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইন্দ্রনীল। ২০১২ সালে তাদের ঘরে আলো করে আসে কন্যা মীরা।