শ্রীলংকার সামনে মহা বিপদ

আইকোনিক ফোকাস ডেস্কঃ গত মে মাসে বাংলাদেশ সফরে আসার আগ থেকেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা চলছে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি)। সেই সমস্যা এখনও সমাধান হয়নি। 

শ্রীলংকান সংবাদপত্রের সূত্রে জানা যায়, ইংল্যান্ড সফর থেকে কুশল পেরেরারা দেশে ফিরে যদি নতুন এ চুক্তিতে সই না করেন তাহলে ভারতের বিপক্ষে দ্বিতীয়সারির দল মাঠে নামাবে এসএলসি।

লংকান ক্রিকেট বোর্ড ২৪ জন ক্রিকেটারকে চারটি বিভাগে ৭০ হাজার থেকে ১ লাখ মার্কিন ডলার বার্ষিক চুক্তির আওতায় আনতে যাচ্ছে।

নতুন চুক্তি অনুসারে ধনঞ্জয় ডি সিলভা সবচেয়ে বেশি ১ লাখ মার্কিন ডলার পাওয়ার কথা। সবার পারিশ্রমিক আগের তুলনায় অনেক কমে গেছে। তাই চুক্তিতে সই করতে চাচ্ছেন না ক্রিকেটাররা।

 

 

Leave a Reply

Translate »