আইকোনিক ফোকাস ডেস্কঃ বিশ্বকাপে বাজেভাবে ব্যর্থ হয় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও ধরে রেখেছে ব্যর্থতার ধারাবাহিকতা। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হারের সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচে হার। সব মিলে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে নিয়ে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হচ্ছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
সব মিলে বিশ্বকাপের মাঝপথ থেকেই গুঞ্জন চলছিল ডমিঙ্গোকে নিয়ে। সেই গুঞ্জন এখনও চলছে। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দফারফা শেষ ডমিঙ্গোর, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা।
গত ২০১৯ সালের ১৭ আগস্ট রাসেল ডমিঙ্গো দুই বছরের চুক্তিতে যুক্ত হন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে। এরপর থেকে উন্নতি তো দূরে থাকুক, একের পর এক সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে দেশের ক্রিকেটের সমর্থকদের কাছে বনে যান ভিলেন।
শেষ পর্যন্ত বিদায় নিতেই হচ্ছে তাকে। ২ ডিসেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে ডমিঙ্গো ইস্যুতে প্রশ্ন করা করা হলে তিনি বলেন, ‘ডমিঙ্গো নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন দলের সঙ্গে। এখন পর্যন্ত সেভাবেই আছে।