শুটিংয়ে ফের আহত হলেন অভিনেতা বিশাল

আইকোনিক ফোকাস ডেস্কঃ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশাল শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। গত ৩ জুলাই চেন্নাইয়ে ‘লাদদি’ সিনেমার শুটিংয়ে পায়ে চোট পান তিনি। এখন বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। খবর ভারতীয় গণমাধ্যম টলিউড ডটনেট-এর।

নায়কের আহত হওয়ার বিষয়টি টুইটারে একটি ছবি পোস্ট করে সামনে এনেছেন পরিচালক শ্রীধার পিল্লাই। পরিচালকের ভাষ্য, ‘লাদদি’ সিনেমার শুটিং চলাকালে পায়ে আঘাত পেয়েছেন বিশাল। চেন্নাইয়ে চূড়ান্ত অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বিশাল সুস্থ হলে আবার শুটিং শুরু হবে।

এর আগেও হায়দরাবাদে ‘লাদদি’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছিলেন বিশাল। তখন তার হাত ও আঙুলের হাড়ে চিড় ধরেছিল। এবার তৃতীয় লটের অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে ফের আহত হলেন অভিনেতা।

Leave a Reply

Translate »