শুটিংয়ের মাঝে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা গডফ্রে গাও এর। তাইওয়ানিজ কানাডিয়ান এ অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। দিব্যি সুস্থ মানুষ।কেউ কি ভাবতে পেরেছিল এমনটা হবে! গত বৃহস্পতিবার অন্যান্য সাধারণ দিনের মতোই শুটিংয়ে ছিলেন। টানা ১৭ ঘণ্টা এই শুটিং করছিলেন তিনি। এখানে প্রতিযোগীদের নানা ধরনের শারীরিক ও মানসিক ফিটনেসের পরীক্ষা দিতে হয়।
চাইনিজ টিভি রিয়্যালিটি শো ‘চেজ মি’এর নবম অ্যাপিসোডের শুটিং চলছিল, তখন সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিট। ঠিক সেই সময় তিনি একটি উঁচু ঢাল পার হতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার আগে যখন দৌঁড়াচ্ছিলেন, তখন খুবই ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে। পড়ে যাওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক নিশ্চিত করেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন গডফ্রে গাও।
অন্তর্জালের দুনিয়ায় তাই ‘চেজ মি’ শো নিয়ে চলছে সমালোচনার ঝড়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ভরে গেছে গডফ্রে গাওকে অকালে হারানোর শোক গাঁথায়। একজন লিখেছেন, ‘কাজেই নিজেকে উজাড় করে দিলেন। শরীরের প্রতি একটুও খেয়াল রাখলেন না?’ আরেকজন লিখেছেন, ‘একদম সুস্থ আর ফিট দেখাত তাঁকে। তিনি কীভাবে মারা গেলেন!’
অনেকেই এই শো’র প্রযোজকের ঘাড়ে চাপাচ্ছেন এই মৃত্যুর দায়। বিনোদন ইন্ডাস্ট্রিতে গডফ্রে গাওয়ের মতো নিপাট ভদ্রলোক আর একটি পাওয়া যাবে না বলে রায় দিয়েছেন তাঁর বন্ধু ও সহকর্মীরা। দ্য গার্ডিয়ান লিখেছেন, ‘তিনি এমন একটা মানুষ যার সম্বন্ধে কেউ একটা নেতিবাচক মন্তব্য করতে পারবে না।’