আইকোনিক ফোকাস ডেস্কঃ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে মারাঠি সিনেমা ‘নায় ভরন ভাট লোঞ্চা কোন নায় কোঞ্চা’। তবে এই সিনেমায় ‘অপ্রাপ্তবয়স্কদের নিয়ে যৌনতা’ দেখানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৯৫, ২৯২, ৩২ ধারায় পরিচালক মহেশ মাঞ্জারেকরের বিরুদ্ধে মামলা করেছেন ক্ষত্রিয় মরাঠা সেবা সংস্থা।
সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়েছিল কাশ্মীরা তার অনাবৃত বুকে এক শিশুকে টেনে নিচ্ছেন। ক্ষত্রিয় মরাঠা সেবা সংস্থার আইনজীবীর দাবি- এই দৃশ্য শিশু ও মহিলাদের মনে খারাপ প্রভাব ফেলতে পারে, যা সমাজের পক্ষে ক্ষতিকর।
পরিচালক জানিয়েছেন, এটা একটা অ্যাডাল্ট ফিল্ম। ডার্ক ফিল্ম। আর সেভাবেই এটা দেখতে হবে। আমাদের বোর্ড খুব কড়া। তারা এটাকে ছাড়পত্র দিয়েছে। আমি এই নিয়ে আর কাউকে কোনো জবাব দিতে চাই না।