শিশুদের চোখের সমস্যা বাড়াচ্ছে মোবাইল ফোন

চোখ খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ ছাড়া জীবন অন্ধকার। তাইতো চোখ যত্নে রাখা জরুরি। ছোট কিংবা বড় উভয়ই চোখের বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন। তবে করোনাকালে বহু শিশুই চোখের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে হাজির হচ্ছে। যা খুবই দুঃখজনক।

গত দুই বছরে বিপুল পরিমাণে বেড়েছে শিশুদের চোখের সমস্যা। কারণ বহু বাবা-মা সন্তানদের শান্ত রাখতে বা ব্যস্ত রাখতে হাতে মোবাইল ফোন তুলে দেন। তার সঙ্গে করোনাকালে যুক্ত হয়েছে অনলাইন ক্লাস। ফলে শিশুদের মোবাইল ফোন ব্যবহার ব্যাপক পরিমাণে বেড়েছে। সেই মোবাইল চোখের সমস্যার সবচেয়ে বড় কারণ। এমনই বলছেন চিকিৎসকরা।

দীর্ঘক্ষণ মোবাইল নিয়ে সময় কাটানোর ফলে শিশুদের মধ্যে মায়োপিয়ার পরিমাণ বাড়ছে। এই সমস্যায় যারা আক্রান্ত হন, তারা নির্দিষ্ট দূরত্বে থাকা সব কিছু ঝাপসা দেখেন। শিশুদের এই সমস্যা বাড়ছে।

অতিরিক্ত সময় মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকার ফলে চোখে ব্যাপক চাপ পড়ছে। তার সঙ্গে রোদের সংস্পর্শে না আসা, খেলাধূলার পরিমাণ কমে যাওয়ার ফলে চোখ অপুষ্টিতেও ভুগছে। সব মিলিয়ে ক্ষতি হচ্ছে শিশুদের চোখের।

Leave a Reply

Translate »