আইকোনিক ফোকাস ডেস্কঃ বাঙালি নারীর অন্যতম পছন্দের পোশাক শাড়ি। তাই যে কোনো অনুষ্ঠান কিংবা ঘরোয়া আয়োজন থেকে শুরু করে নিত্যদিনের পোশাক হিসাবে বেছে নিতে পারেন শাড়ি। শাড়িতে যেন বাঙালি নারীর রূপ প্রকাশ পায় অন্যভাবে।
এ ছাড়া পরতে আরাম বিধায় অনেকেই শাড়ি বেছে নেন নিত্যদিনের কর্মস্থলের জন্য কিংবা নিজেকে আলাদাভাবে প্রিয় মানুষের কাছে উপস্থাপনের জন্য।
কিন্তু গরমের এ সময়ে অনেকেই শাড়িতে যেন সেই আরামদায়ক বিষয়টি খুঁজে পান না। তার উপরে গরমে ঘামে শাড়ি পরা হয়ে ওঠে না অনেকেরই।
অফিসে কিংবা নিত্যদিনের কাজে বাইরে দিনের বেশিরভাগ সময় কাটান তারা শাড়ি বেছে নেওয়ার ক্ষেত্রে কোটা, টাঙ্গাইলের তাঁত, মণিপুরি তাঁত, পাতলা জর্জেট কিংবা হাফ সিল্ক শাড়ি বেছে নিতে পারেন।
অনেকেই আবার নিজের পছন্দমতো ডিজাইন করে নিয়ে শাড়ি পারছেন। শাড়ির আঁচলে কখনো কোনো কবিতার লাইন কিংবা কোনো পছন্দের ছবি অথবা হাতের কারুকাজ করা নকশাও করিয়ে নিতে পারছেন সুতি শাড়িতে। শাড়ি যেন নারী জাতির অস্র।